কানাইঘাট নিউজ ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
তবে ইংরেজি নতুন বছর উপলক্ষে বিশ্ব নেতা ও সরকার প্রধানদের জন্য পুতিনের এ শুভেচ্ছা বার্তার তালিকায় নেই বিদায় নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে পুতিন ও ওবামা প্রশাসনের মধ্যে চলা ঠাণ্ডা লড়াইয়ের জের ধরে ওবামাকে শুভেচ্ছা জানাননি পুতিন।
তবে ৩০ ডিসেম্বর সম্প্রতি এক জরিপে নির্বাচিত সবচেয়ে জনপ্রিয় মার্কিন ব্যক্তিত্ব বারাক ওবামা, তার পরিবার ও আমেরিকার জনগণের প্রতি পৃথক শুভেচ্ছা বার্তা পাঠান পুতিন।
শনিবার নববর্ষ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বাণীতে পুতিন বলেছেন, ২০ জানুয়ারি ক্ষমতা নিতে যাওয়া ট্রাম্প যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক মজবুত করতে কার্যকর উদ্যোগ নেবেন।
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির বিরুদ্ধে তথ্য হ্যাকিংয়ে সহায়তা করে ট্রাম্পকে জেতাকে কাজ করে পুতিন। এমন অভিযোগ রাশিয়া অস্বীকার করলেও দুই পক্ষের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা।
সর্বশেষ বছর শেষের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ান ৩৫ কূটনীতিকে বহিষ্কার করেন ওবামা। এ নিয়ে উত্তেজনা আরও চরমে ওঠে। কিন্তু শুরুতে পাল্টা পদক্ষেপের কথা জানালেও পরে তা থেকে সরে আসেন পুতিন।
তবে ইংরেজি নতুন বছর উপলক্ষে বিশ্ব নেতা ও সরকার প্রধানদের জন্য পুতিনের এ শুভেচ্ছা বার্তার তালিকায় নেই বিদায় নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে পুতিন ও ওবামা প্রশাসনের মধ্যে চলা ঠাণ্ডা লড়াইয়ের জের ধরে ওবামাকে শুভেচ্ছা জানাননি পুতিন।
তবে ৩০ ডিসেম্বর সম্প্রতি এক জরিপে নির্বাচিত সবচেয়ে জনপ্রিয় মার্কিন ব্যক্তিত্ব বারাক ওবামা, তার পরিবার ও আমেরিকার জনগণের প্রতি পৃথক শুভেচ্ছা বার্তা পাঠান পুতিন।
শনিবার নববর্ষ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বাণীতে পুতিন বলেছেন, ২০ জানুয়ারি ক্ষমতা নিতে যাওয়া ট্রাম্প যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক মজবুত করতে কার্যকর উদ্যোগ নেবেন।
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির বিরুদ্ধে তথ্য হ্যাকিংয়ে সহায়তা করে ট্রাম্পকে জেতাকে কাজ করে পুতিন। এমন অভিযোগ রাশিয়া অস্বীকার করলেও দুই পক্ষের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা।
সর্বশেষ বছর শেষের কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ান ৩৫ কূটনীতিকে বহিষ্কার করেন ওবামা। এ নিয়ে উত্তেজনা আরও চরমে ওঠে। কিন্তু শুরুতে পাল্টা পদক্ষেপের কথা জানালেও পরে তা থেকে সরে আসেন পুতিন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়