Tuesday, January 3

কানাইঘাট আন্তঃইউপি ফুটবল লীগ ! দিঘীরপারকে হারিয়ে সেমিফাইনালে লক্ষীপ্রসাদ পশ্চিম


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল লীগের ৯ম দিনের খেলায় দিঘীরপার পূর্ব ইউপি ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে শক্তিশালী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ফুটবল দল। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ফুটবল দল রাহাত ও মনসুরের গোলে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলায় গোল পরিশোধ করার জন্য দিঘীরপাড় ইউপি ফুটবল দল গোছালো ফুটবল খেলতে পারেনি। টুর্নামেন্ট থেকে দু’টি খেলায় পরাজিত হয়ে বিদায় নিয়েছে দিঘীরপাড় ইউপি ফুটবল দল। কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে মঞ্চে বসে খেলা উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল,কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। খেলা শেষে ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ফুটবল দলের খেলোয়াড় মনসুর আহমদের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন। আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় পৌরসভার মোকাবেলা করবে সাতবাঁক ইউপি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়