কানাইঘাট নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে সিএমপি।
এসময় ২২ হাজার পিস ইয়াবা, দুটি প্রাইভেটকার ও নারীসহ পাঁচজনকে অাটক করেছে পুলিশ।
শনিবার রাতভর এ অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়। অাটককৃতরা হলেন- আপন মজুমদার (৩৫), দিপক দাশ (৩৮), মো.সেলিম উদ্দিন (৪০), মো.রফিক (২৮) ও শিরিনা সুলতানা (২৮)।
এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, শনিবার রাতে বায়েজিদের নয়া হাট এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ মজুমদার ও দিপককে আটক করে। এ সময় ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নগরীর আগ্রাবাদ এলাকা থেকে আরেকটি প্রাইভেট কারসহ অপর তিনজনকে আটক করে ডবলমুরিং থানা পুুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারে ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসময় ২২ হাজার পিস ইয়াবা, দুটি প্রাইভেটকার ও নারীসহ পাঁচজনকে অাটক করেছে পুলিশ।
শনিবার রাতভর এ অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়। অাটককৃতরা হলেন- আপন মজুমদার (৩৫), দিপক দাশ (৩৮), মো.সেলিম উদ্দিন (৪০), মো.রফিক (২৮) ও শিরিনা সুলতানা (২৮)।
এ বিষয়ে ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, শনিবার রাতে বায়েজিদের নয়া হাট এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ মজুমদার ও দিপককে আটক করে। এ সময় ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নগরীর আগ্রাবাদ এলাকা থেকে আরেকটি প্রাইভেট কারসহ অপর তিনজনকে আটক করে ডবলমুরিং থানা পুুলিশ। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারে ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই থানায় মামলা দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়