কানাইঘাট নিউজ ডেস্ক:
সারাবিশ্বে মুসলমান নারীদের পর্দার কারণে হেনস্থা যেন নিত্যদিনকার ঘটনা হয়ে
দাঁড়িয়েছে। এবার এই একই কারণে হেনস্থা হতে হয়েছে এক মার্কিন বিমানবালাকে।
বুধবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে ডেল্টা
এয়ারলাইন্সের নারী বিমানবালা রাবেয়া খান নিয়ম মাফিক অফিসে বসে ছিলেন।
হঠাৎই তার ওপর চড়াও হয় বছর ৫৭ বছর বয়সের রবিন রোডস।
জানা গেছে, প্রথমে রবিন দরজায় ধাক্কা দিতে থাকে। আর চিৎকার করে বলতে থাকে, ''আপনি কি ঘুমোচ্ছেন? আপনি কি প্রার্থনা করছেন? কী করছেন ভিতরে বসে?'' এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই চলতে থাকে দরজায় ধাক্কা মারা। এমন সময় রাবেয়া রবিনকে প্রশ্ন করেন, ''আমি কী করেছি?''
এর জবাবে রবিন বলেন, ''কিছুই না, তবু আপনাকে আমি লাথি মারব''। বলেই রাবেয়ার পিছনের পায়ে সজোরে লাথি মারে সে। বেশ কয়েকটা লাথি দিয়ে দেওয়ার পর রাবেয়া যাতে পালাতে না পারে, সেই জন্য সে রাস্তাও আটকে রাখে।
আর এ সময় রবিন চিৎকার করে বলতে থাকে, ''সাবধান মুসলিমরা, সাবধান আইএসআইএস। এখন ক্ষমতায় রয়েছেন ট্রাম্প। জঙ্গিদের হাতে থেকে মুক্তি দিতে তিনিই যথেষ্ট। জার্মানি, ফ্রান্স বা বেলজিয়ামে গিয়ে থাকবেন এরা। আমেরিকায় নয়।''
যদিও গোটা ঘটনার পরপরই গ্রেফতার করা হয় রবিনকে। একাধিক ধারায় মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে।
জানা গেছে, প্রথমে রবিন দরজায় ধাক্কা দিতে থাকে। আর চিৎকার করে বলতে থাকে, ''আপনি কি ঘুমোচ্ছেন? আপনি কি প্রার্থনা করছেন? কী করছেন ভিতরে বসে?'' এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই চলতে থাকে দরজায় ধাক্কা মারা। এমন সময় রাবেয়া রবিনকে প্রশ্ন করেন, ''আমি কী করেছি?''
এর জবাবে রবিন বলেন, ''কিছুই না, তবু আপনাকে আমি লাথি মারব''। বলেই রাবেয়ার পিছনের পায়ে সজোরে লাথি মারে সে। বেশ কয়েকটা লাথি দিয়ে দেওয়ার পর রাবেয়া যাতে পালাতে না পারে, সেই জন্য সে রাস্তাও আটকে রাখে।
আর এ সময় রবিন চিৎকার করে বলতে থাকে, ''সাবধান মুসলিমরা, সাবধান আইএসআইএস। এখন ক্ষমতায় রয়েছেন ট্রাম্প। জঙ্গিদের হাতে থেকে মুক্তি দিতে তিনিই যথেষ্ট। জার্মানি, ফ্রান্স বা বেলজিয়ামে গিয়ে থাকবেন এরা। আমেরিকায় নয়।''
যদিও গোটা ঘটনার পরপরই গ্রেফতার করা হয় রবিনকে। একাধিক ধারায় মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়