Monday, January 23

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে থাকছেন যারা

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে থাকছেন যারা
কানাইঘাট নিউজ ডেস্ক: হোয়াইট হাউসে উঠেছে নতুন প্রেসিডেন্ট ট্রাম্প পরিবার। যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট ফ্যামিলি’। নতুন করে জম-জমাট হয়ে উঠেছে ‘সাদা বাড়ি’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পরদিনই দাপ্তরিক কাজে ডুবে গেছেন।

অন্যদিকে ট্রাম্পপত্নী ফার্স্ট লেডি মেলানিয়া, তিন ফার্স্ট সন ডোনাল্ড জুনিয়র, এরিক ও বারোন এবং দুই ফার্স্ট ডটার ইভানকা ও টিফানিও হোয়াইট হাউসে এসেছেন। এর বাইরে বড় ছেলে ডোনাল্ড জুনিয়রের স্ত্রী ভ্যানেসা হাইডন ও মেজো ছেলে এরিকের স্ত্রী লারা ইউনাস্কা, বড় মেয়ে ইভানকার স্বামী জ্যারেড কুশনার ও ছোট মেয়ে টিফানির প্রেমিক রস মেকানিকও শনিবার হোয়াইট হাউসে ছিলেন। হোয়াইট হাউসে গিয়েছেন ডোনাল্ড জুনিয়রের পাঁচ ছেলেমেয়ে ও ইভানকার তিন ছেলেমেয়েও।

এই বিরাট যৌথ পরিবারের বসবাসের জন্য ছয়তলা এ বাড়িতে রয়েছে ১৩২টি কক্ষ। যার যে খাবার পছন্দ সেই অনুযায়ী খাবার সরবরাহ করার জন্য নিয়োজিত আছে পাচক বাহিনী। বিনোদনের জন্য বাড়ির ভেতরেই রয়েছে নানা আয়োজন।

তবে এই ফার্স্ট ফ্যামিলির সবাই হোয়াইট হাউসে থাকছেন না। ছেলে বারোন নিউইয়র্কের স্কুলে পড়ে বলে ফার্স্ট লেডি মেলানিয়া অধিকাংশ সময় কাটাবেন নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে। আজ সোমবারই তার ওয়াশিংটন থেকে নিউইয়র্কে ফিরে যাওয়ার কথা।

ডোনাল্ড জুনিয়র ও এরিক— এই দুই ভাই যেহেতু বাবার ব্যবসা সাম্রাজ্য ট্রাম্প অর্গানাইজেশনের দেখ-ভালের দায়িত্ব পেয়েছেন, সে জন্য ব্যবসা সামলাতে তারাও নিউইয়র্কে ফিরে যাবেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের বড় মেয়ে ইভানকার স্বামী জ্যারেড কুশনার প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা নিযুক্ত হয়েছেন বলে এই দম্পতিকে পুরোটা সময় ওয়াশিংটনে থাকতে হবে। এছাড়া মেয়ে টিফানিও হোয়াইট হাউসে থাকবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়