Wednesday, January 25

কানাইঘাটে বাবুর্চি জামাল হত্যার এক বছর পর এবার বসত ঘরে অাগুন দিল দুর্বৃত্তরা


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার গাছবাড়ীস্থ তিনচটি গ্রামের বাবুর্চি জামাল হত্যার প্রায় এক বছর পর ঘটনার কোন রকম সুরাহা হওয়ার অাগেই অাবারও দুর্বৃত্তের অাগুনে পোড়ল জামালের বসত ঘর। গতরাত অনুমান ৩ টার দিকে কে কা কারা জামালের বসত ঘরে পেট্রোল দিয়ে অাগুন লাগিয়ে দেয়। তবে বসত ঘরে কোন মানুষ ছিলনা। আগুনে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ও কাগজপত্র জ্বলে যায়। স্থানীয় সুত্রে জানা যায়, রাত প্রায় ৩ টার দিকে বাড়ীর সুলেমান আহমদ এর স্ত্রী তার মেয়ের কান্নার শব্দে ঘুম ভাংলে বাহিরে আগুন দেখতে পান।তিনি তার স্বামীকে ডেকে বাহিরে আগুন বললে সুলেমান বাহিরে বেড়িয়ে চিৎকার দিলে বাড়ীর লোক ও আশপাশের মানুষ মিলে আগুন নিয়ন্ত্রনে আনেন। পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়। ঘটনার পর পেট্রোল ভরা একটি বোতল পাওয়া যায়। বাবুর্চি জামাল এর স্ত্রী সানুরী বেগম বলেন, একদিকে স্বামী হারালাম অন্যদিকে আমার শেষ সম্বল বসত ঘরটিও জ্বালিয়ে দেয়া হলো। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার স্বামীকে খুন করার তিন মাস পূর্বে হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকায় এই ঘরটি নির্মাণ করেন। ঘর বানাতে প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। বসতঘরে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের জিনিস ছিল। উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি রবিবার উপজেলার শহর উল্লাহ মার্কেট থেকে নিখোঁজ হন বাবুর্চি জামাল উদ্দিন এবং ১৯ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার লামাঝিংগাবাড়ীস্থ কটালপুর এলাকার খাইছনা বিলের পশ্চিম প্বার্শে তার গলিত লাশ উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ। গলা জবাই করে, দুটি চোঁখ উপড়ে ফেলে, জিহ্বা কেটে, হাতের ডান অংশ কেটে, মাথা ফাটিয়ে, পুরুষাঙ্গ কর্তন করে, উরুতে কুপিয়ে কুপিয়ে অমানুষিক নির্যাতন করে খুন করা হয় কানাইঘাট উপজেলার গাছবাড়ীস্থ তিনচটি গ্রামের বাবুর্চি জামাল উদ্দিন (৪০) কে। শুধু তাই নয় খুনের অাগে অথবা পরে লাশকে বিকৃত করার জন্য এসিড দিয়ে জ্বলসে দেওয়া হয় শরীরের বিভিন্ন অংশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়