নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ নয়ামাটি গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে গতকাল শনিবার ছোট ভাই কর্তৃক প্রবাসী বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার সময় হামলাকারীদের কবল থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রবাসীর স্ত্রী রোকশানা বেগম (২৫) গুরুতর রক্তাক্ত আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রোকশানা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রবাসী আব্দুল হাসিমকে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে ছেঁছা ফুলা জখম করায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, বড়বন্দ নয়ামাটি গ্রামের মৃত ইউসুফ আলীর বড়পুত্র আব্দুল হাসিম (৪৫) সৌদি আরবে থাকা অবস্থায় প্রায়ই তার স্ত্রী তিন সন্তানের জননী রোকশানাকে দেবর স্বামীর ছোট ভাই আব্দুল হান্নান (৪০) কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। এর প্রতিবাদ করায় এক বছর পূর্বে দেবর আব্দুর হান্নান তার ভাবী রোকশানা বেগমকে মারধর করে রক্তাক্ত জখম করলে সে সময় কানাইঘাট থানায় আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা হলে সে জেল খাটে। প্রায় মাস খানেক পূর্বে সৌদি প্রবাসী আব্দুল হাসিম প্রবাস থেকে দেশে আসলে আব্দুল হান্নান তাকে প্রায়ই নানা ধরনের হুমকি দিত। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে অতর্কিত ভাবে আব্দুল হান্নান, তার স্ত্রী নেহারুন নেছা ও পুত্র আব্দুর রশিদ (২০) প্রবাসী আব্দুল হাসিমের বসত ঘরে গিয়ে তার উপর ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা করলে এসময় হামলাকারীদের কবল থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে দেবর আব্দুল হান্নান ভাবী রোকশানা বেগমকে লক্ষ্য করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়। আহত স্বামী-স্ত্রীকে স্থানীয় ইউপি সদস্য আকবর আলী উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত স্বামী ও স্ত্রীকে পরিবারের লোকজন থানায় নিয়ে ঘটনাটি অবহিত করেছেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়