Tuesday, January 3

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


কানাইঘাট নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই বাজার নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। এতে গাড়ির সামনের অংশে ভেঙ্গে গিয়ে চালক ও এক শ্রমিক সহ দুইজন নিহত হয়েছে এবং এক জন আহতও হয়। জানা যায়, গত ২ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার ভাজিটিলা থেকে একটি মালবাহী ট্রাকভূয়াই বাজার নামক স্থানে গেলে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে মনতৈল গ্রামের বারিক মিয়ার পুত্র ট্রাক চালক সাজিদ মিয়া ঘটনাস্থলে নিহত হয়। এদিকে খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মর্মান্ত্রিক ভাবে আহত অবস্থায় দুই জন শ্রমিককে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মনতৈল গ্রামের ইউনুছ আলীর পুত্র হারুন মিয়া কে মৃত ঘোষনা করে । অপর আরেক শ্রমিক আলম মিয়া আশংকাজন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়