নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা মৎস্য অফিসের উদ্দ্যোগে ইউনিয়ন পর্যায়ে কর্মরত লিপম্যানদের মধ্যে মৎস্যজীবিদের সেবা দেওয়ার জন্য আধুনিক মৎস্য সরঞ্জামাদি ও ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নবাগত উপজেলা নির্বহী কর্মকর্তা তাহসিনা বেগম এসব সরঞ্জামাদি লিপম্যানদের হাতে তুলে দেন। এসময় নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম তাহার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের বৃদ্ধির লক্ষ্যে এ খাতের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার কারনে দিনে দিনে মৎস্য শিল্পের বিকাশ গঠছে। মাছ চাষের মাধ্যমে হাজার হাজার মানুষ অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার পাশাপাশি আমিষেরও চাহিদা পূরণ হচ্ছে। তিনি লিপম্যানদের উদ্দেশ্যে বলেন, যেসকল জিনিষপত্র আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তার যথাযত ব্যাবহার করে উপজেলার সকল মৎস্যজীবিদের পাশাপাশি যারা পুকুরে যারা মাছ চাষ করেন তাদের মৌলিক সেবা প্রদানের মাধ্যমে মাছ চাষে আপনারা অবদান রাখবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, জাতীয় দৈনিক ভোরের পাতার সিলেটের ব্যুারো চীফ জয়নাল আবেদীন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ হানিফ, অফিস সহায়ক তফজ্জুল হক।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়