গাইবান্ধা প্রতিনিধি:
সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জে
সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।
এমপি লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন পৌর শহরে সকাল-সন্ধ্যা এ হরতাল আহ্বান করেন। হরতাল চলাকালে রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা বামনডাঙ্গা রেললাইন অবরোধ করে। হরতালের কারণে সকাল থেকে সুন্দরগঞ্জে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে সকাল থেকেই এমপি লিটনের বাড়িতে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা লাশ দেখার জন্য ভিড় জমিয়েছেন।
লাশ দাফন বিষয়ে জানতে চাইলে এমপি লিটনের শ্যালক বদিউল কারেমীন জানান, ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করবে। লাশ পাওয়ার পর স্বজনরা একত্রিত হয়ে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ঘটনার পর থেকে সুন্দরগঞ্জ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছে। ঘটনার পর স্থানীয় অনেক বিএনপি-জামায়াত নেতাকর্মী এলাকা থেকে পালিয়ে গেছে। পুলিশ শনিবার রাতে সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে। তবে আটক তিনজনের নাম জানায়নি পুলিশ।
ওসি আরও জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তাই আপাতত আটক ব্যক্তিদের নাম জানানো হচ্ছে না।
এমপি লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন পৌর শহরে সকাল-সন্ধ্যা এ হরতাল আহ্বান করেন। হরতাল চলাকালে রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা বামনডাঙ্গা রেললাইন অবরোধ করে। হরতালের কারণে সকাল থেকে সুন্দরগঞ্জে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে সকাল থেকেই এমপি লিটনের বাড়িতে আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা লাশ দেখার জন্য ভিড় জমিয়েছেন।
লাশ দাফন বিষয়ে জানতে চাইলে এমপি লিটনের শ্যালক বদিউল কারেমীন জানান, ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করবে। লাশ পাওয়ার পর স্বজনরা একত্রিত হয়ে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ঘটনার পর থেকে সুন্দরগঞ্জ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করছে। ঘটনার পর স্থানীয় অনেক বিএনপি-জামায়াত নেতাকর্মী এলাকা থেকে পালিয়ে গেছে। পুলিশ শনিবার রাতে সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে। তবে আটক তিনজনের নাম জানায়নি পুলিশ।
ওসি আরও জানান, গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। তাই আপাতত আটক ব্যক্তিদের নাম জানানো হচ্ছে না।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়