Wednesday, January 4

কানাইঘাট সাতবাঁক ইউপির ৮নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমানের ইন্তেকাল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সাতবাঁক ইউপির ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের চাচা সাইদুর রহমান ফারুকী (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার বিকেল ৩টার দিকে সিলেটে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইউপি সদস্য সাইদুর রহমানের জানাজার নামায তার নিজ বাড়ী ভবানীগঞ্জ গ্রামের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এদিকে প্রবীণ মুরব্বী ইউপি সদস্য সাইদুর রহমানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন,কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মহিউদ্দিন,পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন,সদস্য মাহবুবুর রশিদ সহ সাতবাঁক ইউপির সকল ইউপি সদস্যবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়