Wednesday, January 25

কানাইঘাট গাছবাড়ী মডার্ন একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট গাছবাড়ী মডার্ন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি হারুন রশিদ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু হানিফ ও রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজ ইসলামের ইতিহাসের প্রভাষক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ আহমদ,গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সভাপতি জামাল উদ্দিন, মডার্ন একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য নুর আহমদ,নুরুল হক মডার্ন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভানু রাম বৈদ্য, সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান,আব্দুল মতিন, এবাদুর রহমান,মাওঃ আব্দুল মজিদ, করম উল্লাহ, জাহাংগীর আলম,আব্দুর রাজ্জাক,আবু সায়েম মোল্লা, রফিকুল ইসলাম, রানী বিলকিস,ফাতিমা বেগম,শামছুল আলম,ওলিউর রহমান, রশিদ আহমদ,জহিরুল হক,কবির হোসেন, মাশহুদা বেগম,নাছিমা বেগম,ফখরুল ইসলাম, সুজন মিয়া, তপন কুমার সরদার, হাফসা বেগম,দৈনিক ভোরের ডাক কানাইঘাট প্রতিনিধি জসিম উদ্দিন সহ স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়