নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বাজারের সুরমা ট্রেডার্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী পেট্রি এল.পি গ্যাসের পরিবেশক জিল্লুর রহমান (৩৮)কে আহত করে দুর্বৃত্তরা নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। জানা যায়, ব্যবসায়ী জিল্লুর রহমান গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সিএনজি অটোরিক্সা গাড়ী যোগে বাজার থেকে নিজ বাড়ী বাণীগ্রাম ইউপির বড়দেশ উত্তর গ্রামের বাড়ীর পাশে নামেন। পথিমধ্যে রাত ১২টা ২০ মিনিটের সময় জিল্লুর রহমান তার বসত বাড়ীতে প্রবেশ করার সময় বাড়ীর খড়ের ঘরের আড়াল থেকে অজ্ঞাতনামা ৪জন দুর্বৃত্ত পিছন দিক থেকে তার মুখ ও গলা চেপে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার কাছে রক্ষিত নগদ ১লক্ষ ৮৫হাজার টাকা ও আনুষাঙ্গিক কাগজপত্র ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান। এ ঘটনায় ব্যবসায়ী জিল্লুর রহমান বাদী হয়ে রবিবার কানাইঘাট থানায় অজ্ঞাতনামা ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, জড়িতদের চিহ্নিত করে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়