Tuesday, January 3

কানাইঘাটে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্প্রচার করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ জানুয়ারী সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স ভাষণ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে সরাসরি টেলিভিশন ও প্রজেক্টরের মাধ্যমে প্রচার এবং ৯-১১ জানুয়ারী উপজেলা প্রশাসন চত্ত্বরে উন্নয়ন মেলা আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উক্ত প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় আগামী ১২ জানুয়ারী সিলেট বিভাগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রধানমন্ত্রীর ভিডিও কনফার্ন্সে ভাষন উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দেখানো এবং সকল ইউপি পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন সম্প্রচার এবং ৯-১১ জানুয়ারী উপজেলা প্রশাসন চত্ত্বরে উন্নয়ন মেলা সফল করার জন্য বিভিন্ন সিন্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়