Thursday, January 26

ট্রাম্পকে তালেবানের খোলা চিঠি

ট্রাম্পকে তালেবানের খোলা চিঠি

কানাইঘাট নিউজ ডেস্ক: আফগানিস্তানের তালেবান বাহিনী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি খোলা চিঠি প্রকাশ করেছে। চিঠিতে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটিতে নিষিদ্ধ ঘোষিত এই সশস্ত্র গোষ্ঠী।

তালেবানের অফিশিয়াল ওয়েবসাইটে চিঠিটি প্রকাশিত হয়েছে। এতে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়, ‘গত ১৫ বছরের যুদ্ধে রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ছাড়া আফগানিস্তানে কিছুই হয়নি। বিপুল অর্থ ব্যয়ে আফগানিস্তানে তালিবানবিরোধী যুদ্ধে জড়িয়ে কোনো ফল পায়নি যুক্তরাষ্ট্র। সুতরাং এই যুদ্ধের সমাপ্তি টানার দায় এখন আপনার কাঁধে বর্তায়।’

ট্রাম্পের প্রতি খোলা চিঠিতে তালেবান তাদের কার্যক্রমের বিষয়ে সাফাই গেয়েছে। তারা দাবি করেছে, ‘ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক, জাতিগত ও অন্যসব আইনি কাঠামোয় জিহাদ ও সংগ্রাম বৈধ।’

টুইট টাওয়ারে হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের পর সবচেয়ে বেশি সময় এ দেশে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মার্কিন সরকার। এই যুদ্ধ চালাতে বিপুল পরিমাণ অর্থ ১০০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

আফগানিস্তানে এখনো যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৪০০ সৈন্য রয়েছে। তারা ন্যাটোর অধীনে স্থানীয় আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়ে তালেবানবিরোধী যুদ্ধে সাহায্য করছে।

ট্রাম্প সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেমস মাত্তিস ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের আফগানিস্তানে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়