Friday, January 13

এবার আইটেম গানে মিম

এবার আইটেম গানে মিম

বিনোদন ডেস্ক: সিনেমায় অভিনয় করলেও মিম আইটেম গানে মডেল হননি। এবারই প্রথমবারের মতো আইটেম গানে পারফরম করেছেন। 'ভালোবাসা এমনই হয়' সিনেমার একটি আইটেম গানে মডেল হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। 'চুমুকে চুমুকে করো পান' শিরোনামের এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা। গানের কথা লিখেছেন জাহিদ আকবর।

সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। এবারই প্রথম কোনো আইটেম গানে নাচলেন মিম। পুরো গানজুড়ে লাস্যময়ী বিদ্যাকে উপস্থাপন করেছেন নির্মাতা। সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছে ইংল্যান্ডে। প্রথমে সিনেমাটির নাম 'গুডমর্নিং লন্ডন' রাখা হয়েছিল। পরবর্তীতে সেন্সর বোর্ডের নির্দেশে ইংরেজি নাম পাল্টে 'ভালোবাসা এমনই হয়' রাখা হয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম   প্রযোজিত সিনেমাটি আগামী ২৭ জানুয়ারি সারা দেশে মুক্তি পাবে বলে জানা গেছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়