Sunday, January 8

নরেন্দ্র মোদীকে রোনালদোর জার্সি উপহার

নরেন্দ্র মোদীকে রোনালদোর জার্সি উপহার

কানাইঘাট নিউজ ডেস্ক: পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্টা রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছেন। সাত দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে ভারতে রয়েছেন অ্যান্তনিও কস্টা। নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকের পর এই উপহার দেন পর্তুগালের প্রধামন্ত্রী।

ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মোদী বলেছেন, ফুটবলে পরাশক্তির কাতারে পৌঁছে গেছে পর্তুগাল। এক্ষেত্রে উন্নয়নের পথে রয়েছে ভারত। দুই দেশের বিকাশমান অংশীদারিত্ব খেলাধুলার জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে। জার্সিটি পাবার পর মি: মোদী টুইটারে ছবি দিয়ে লিখেছেন পর্তুগাল ফুটবল দলের ওই জার্সিতে রোনালদোর অটোগ্রাফ রয়েছে।

আলোচনায় দুই দেশের নেতা খেলাধুলায় আরও অগ্রগতির স্বার্থে স্কুল-ছাত্র ও কোচ বিনিময়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়