Thursday, January 5

আমিরাতে গৃহে বন্যপ্রাণী পালন নিষিদ্ধ ঘোষণা

আমিরাতে গৃহে বন্যপ্রাণী পালন নিষিদ্ধ ঘোষণা
কানাইঘাট নিউজ ডেস্ক: বন্যপ্রাণীকে গৃহে লালন-পালন নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। অথচ তেল-সমৃদ্ধ উপসাগরীয় এই রাষ্ট্রটিতে বাড়িতে পোষা চিতাবাঘ রাখা আভিজাত্যের বিষয় বলে মনে করা হয়।

কিন্তু এখন থেকে বাড়িতে এ ধরনের পোষা প্রাণী রাখলে জেল-জরিমানা করা হবে। আরব আমিরাতের অনেক বাসিন্দা নিজের পোষা চিতা বাঘের ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি দেখা গেছে যেখানে গাড়ির পেছনে পোষা সিংহ বসে আছে।

হিংস্র বন্যপ্রাণীদের এরকম অবাধে চলাফেরার বিষয়টি নিয়ে কর্মকর্তারাও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। নতুন আইনে বলা হয়েছে, বিপদজনক সব ধরনের বন্যপ্রাণী ক্রয় করা কিংবা বাড়িতে রাখা যাবেনা।

এ ধরনের প্রাণী এখন থেকে শুধুমাত্র চিড়িয়াখানা, বন্যপ্রাণী পার্ক, সার্কাস, প্রজনন ও গবেষণা কেন্দ্রগুলোতে থাকবে।

কেউ যদি বন্যপ্রাণীকে অন্য কাউকে ভয় দেখানোতে ব্যবহার করে তবে জরিমানার অর্থ আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ৭ লাখ দিরহাম গুণতে হবে।

শুধু বন্য প্রাণী ছাড়াও যারা বাড়িতে পোষা কুকুর রাখেন তাদেরও অনুমতি নিতে হবে। তবে কুকুরকে অবশ্যই টিকা দিতে হবে, যাতে কুকুরের কামড়ে কেউ রোগাক্রান্ত না হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়