নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে প্রথম নারী ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তাহসিনা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কানাইঘাটে এই প্রথম কোন মহিলা অফিসারের
যোগদান। উপজেলা নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় বদলী হওয়ায় নতুন ইউএনও তাহসিনা বেগম কানাইঘাট উপজেলায় যোগদান করছেন ।এর আগে তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ইউএনওর দায়িত্বে ছিলেন। শুক্রবার নতুন কর্মস্থল কানাইঘাটে এসে যোগদান করবেন বলে তিনি কানাইঘাট নিউজকে জানিয়েছেন। তাহসিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। পরে বিসিএস কোয়ালিফাই করেছেন। তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করে উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্ব পালন করেছেন। তাঁর স্বামী মোঃ শহীদুল হক শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
কানাইঘাটের aciland এর web site কি?
ReplyDeleteএকটু বলবেন প্লিজ