Saturday, January 21

কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে চোরা চালান রোধে ওপেন হাউজ ডে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে বিকাল ২টায় উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সোনারখেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ফারুক মাষ্টারের পরিচালনায় উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, দনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মাজেদুল ইসলাম, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এস.আই জসীম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রব। বক্তব্য রাখেন, ইউপি সদস্য মুজিব উদ্দিন, আব্বাস উদ্দিন, নাজিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মস্তাক আহমেদ, আলা উদ্দিন মড়াই, বিশিষ্ট মুরব্বী রইছ উদ্দিন, নাজির উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ। ওপেন হাউজ ডেতে এলাকার সুধীজন লক্ষীপ্রসাদ ইউপির আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরীহ লোকজনদের বিজিবি ও পুলিশ কর্তৃক কোন ধরনের হয়রানী না করার জন্য এবং আইন শৃঙ্খলার উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন। দনা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মাজেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, এলাকার চোরাকারবারীদের চিহ্নিত করে ধরে দিতে তিনি সকলের সহযোগিতা চান। থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, পুলিশ ও বিজিবি জনগনের বন্ধু। আমরা সবাই আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাচ্ছি। যারা অপরাধ কর্মকান্ড করবে তাদের তথ্য পুলিশকে দিলে আমরা আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। এক্ষেতে জনপ্রতিনিধি ও এলাকার সচেতন মহল আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়