কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশের বাজারে জে২ সিরিজের স্মার্টফোনগুলোকে কাছাকাছি দামের অন্য
ব্র্যান্ডের স্মার্টফোনের চেয়ে সফল বলে দাবি করেছে স্যামসাং মোবাইল
বাংলাদেশ। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে স্যামসাং এই দাবি করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যালাক্সি জে২-এর ২০১৫ সংস্করণ ও ২০১৬ সংস্করণ দুটিসহ গ্যালাক্সি জে সিরিজের স্মার্টফোনগুলো সম-মূল্যের স্মার্টফোন সিরিজের মধ্যে সবচেয়ে বেশি সফল হয়েছে।
হ্যান্ডসেট আমদানিকারকদের একটি প্রতিবেদনের বরাত দিয়ে স্যামসাং দাবি করেছে, গত ১৫ মাসে গ্যালাক্সি জে২ সিরিজে মোট ৫ লাখ ৭৫ হাজার ইউনিট স্মার্টফোন আমদানি করেছে স্যামসাং। এটি স্মার্টফোন খাতে সবচেয়ে বেশি আমদানি।
স্যামসাং ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, ১৫ মাসে গ্যালাক্সি জে২ ডিভাইসের সাফল্যের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণে স্যামসাংয়ের প্রতিশ্রুতি প্রতিফলন ঘটেছে। এবারে এই সিরিজে গ্যালাক্সি জে২ প্রাইম স্মার্টফোন এনেছে স্যামসাং।
গ্যালাক্সি জে২-এর ২০১৫ সংস্করণের দাম ৯ হাজার ৯৯০ টাকা, ২০১৬ সংস্করণের দাম ১২ হাজার ৯৯০ টাকা ও গ্যালাক্সি জে২ প্রাইমের দাম ১১ হাজার ৪৯০ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যালাক্সি জে২-এর ২০১৫ সংস্করণ ও ২০১৬ সংস্করণ দুটিসহ গ্যালাক্সি জে সিরিজের স্মার্টফোনগুলো সম-মূল্যের স্মার্টফোন সিরিজের মধ্যে সবচেয়ে বেশি সফল হয়েছে।
হ্যান্ডসেট আমদানিকারকদের একটি প্রতিবেদনের বরাত দিয়ে স্যামসাং দাবি করেছে, গত ১৫ মাসে গ্যালাক্সি জে২ সিরিজে মোট ৫ লাখ ৭৫ হাজার ইউনিট স্মার্টফোন আমদানি করেছে স্যামসাং। এটি স্মার্টফোন খাতে সবচেয়ে বেশি আমদানি।
স্যামসাং ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, ১৫ মাসে গ্যালাক্সি জে২ ডিভাইসের সাফল্যের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণে স্যামসাংয়ের প্রতিশ্রুতি প্রতিফলন ঘটেছে। এবারে এই সিরিজে গ্যালাক্সি জে২ প্রাইম স্মার্টফোন এনেছে স্যামসাং।
গ্যালাক্সি জে২-এর ২০১৫ সংস্করণের দাম ৯ হাজার ৯৯০ টাকা, ২০১৬ সংস্করণের দাম ১২ হাজার ৯৯০ টাকা ও গ্যালাক্সি জে২ প্রাইমের দাম ১১ হাজার ৪৯০ টাকা।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়