Saturday, January 28

এবার ব্র্যাঞ্জেলিনাকে নিয়ে তথ্যচিত্র

এবার ব্র্যাঞ্জেলিনাকে নিয়ে তথ্যচিত্র

বিনোদন ডেস্ক: হলিউডের সেরা জুটিদের মধ্যে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি অন্যতম। দুর্ভাগ্যজনকভাবে কিছুদিন আগে এই জুটির বিচ্ছেদের স্বাক্ষী হলো পুরো বিশ্ব। তাই বলে কি আর ভক্তদের মন থেকে এত সহজে মুছে যেতে পারে এই জুটি? এবার কানাডার এক লেখক ইয়ান হ্যালপেরিন এই জুটিকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করতে চলেছেন।

এই তথ্যচিত্র বানানোর মূল উদ্দেশ্য হল এতদিন একসঙ্গে সম্পর্কে থাকার পর কি করে এই বিখ্যাত জুটির মাঝে ভাঙন ধরল, সেই বিষয়কে তুলে ধরা। তথ্যচিত্রে কোনও অতিরঞ্জিত করে কিছু দেখানো হবে না।

এর আগেও বহু সেলিব্রিটির জীবন নিয়ে কাজ করেছেন কানাডার এই লেখক তথা সাংবাদিক। ২০১০-এ মাইকেল জ্যাকসনকে তৈরি তাঁর তথ্যচিত্রের নাম ‘গন টু সুন’। মাইকেল জ্যাকসনকে নিয়ে লেখেন ‘আনমাস্কডঃ দ্য ফাইনাল ইয়ারস্‌ অফ মাইকেল জ্যাকসন”। এছাড়া সেলিন ডিঅনকে তিনি লিখেছিলেন, “সেলিন ডিঅনঃ বিহাইন্ড দ্য ফেয়ারিটেল’।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়