Tuesday, January 3

সুনামগঞ্জে ভূমিকম্পে ‘আতঙ্কে’ বৃদ্ধের মৃত্যু ! আহত ২


কানাইঘাট নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার দুপুরে ভূমিকম্প চলাকালে আতঙ্কগ্রস্ত হয়ে হৃদরোগে এক বৃদ্ধ মারা গেছেন। এসময় আরো ২জন আহত হন। নিহত বৃদ্ধ হচ্ছেন হিরণ মিয়া (৬০)। তিনি উপজেলার আমলপুর পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা মৃত সুনু মিয়ার ছেলে। আহতরা হলেন পাটলি দারুল উলুম মাদ্রাসার আবাসিক ছাত্র নাজিউর রহমান (১৩)। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট। এছাড়াও উপজেলার জগন্নাথপুর গ্রামের রুবা আক্তার (১৬) নামে এক কিশোরী আহত হয়েছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হিরণ মিয়ার। আহত নাজিউর রহমান মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে আহত হয়, পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মির্জা মো. আলী খান। সূত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়