Wednesday, January 18

তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে অস্ট্রেলিয়া-পাকিস্তান

তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে অস্ট্রেলিয়া-পাকিস্তান

কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। আগামীকাল পার্থে বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৯২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।

শক্তি আর সামর্থ্যের বিচারে অবশ্য পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে অজিরা। অন্যদিকে, প্রথম ওয়ানডে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এখন এই ম্যাচটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কেননা, তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে রেঙ্কিংয়ে আট নম্বরে উঠে আসবে পাকিস্তান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়