Thursday, January 19

প্রীতি ম্যাচে এমএসএনের সাথে রিভালদো

প্রীতি ম্যাচে এমএসএনের সাথে রিভালদো

কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রাজিলের কিংবদন্তি মিডফিল্ডার রিভালদো ফিরছেন তার পুরনো ক্লাব বার্সেলোনায়, তবে মূল দলের খেলোয়াড় হিসেবে নয়। তিনি বার্সার 'এফসিবি লিজেন্ড প্রজেক্ট' এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশে ক্লাবের জন্য প্রীতি ম্যাচ খেলবেন।

রিভালদো এদিন বার্সায় এসেই একসাথে পেয়ে যান এ যুগের তিন সুপারস্টারকে। তারা আর কেউ না, বার্সেলোনার এমএসএন খ্যাত লিওনেল মেসি, লুইস সুয়ারেস এবং রিভালদোর স্বদেশী নেইমার। তিন তারকাকে সাথে পেয়ে কুশল বিনিময়ের পাশাপাশি ছবি তুলে সোশ্যাল সাইটে আপলোড করতে ভুলেননি তিনি।

টুইটে রিভালোদো লিখেছেন, 'এই দারুণ অভ্যর্থনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বার্সেলোনা ক্লাব এবং এমএসএন সহ সকল খেলোয়াড়ের জন্য শুভকামনা।'

উল্লেখ্য, ১৯৯৯ সালের ব্যালন ডি'অর জয়ী রিভালদো ১৯৯৭ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেন রিভালদো। তবে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাননি তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়