নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত প্রথম বারের আন্তঃইউনিয়ন ফুটবল লীগের ৭ম দিনের খেলায় কানাইঘাট ৪নং সাতবাঁক ইউপি ফুটবল দলকে ২-১ গোলে হারিয়েছে ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি ফুটবল দল। রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা স্টেডিয়ামে ৭ম দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঝিঙ্গাবাড়ী ইউপি ফুটবল দল খেলার ইনজুরি টাইমে জয় সূচক গোল দিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নেয়। কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে উভয় দল আক্রমণাত্মক ভাবে ফুটবল খেলে। সাতবাঁক ইউপি ফুটবল দল এ নিয়ে লীগ ভিত্তিক এ টুর্নামেন্টের দু’টি খেলায় পরাজিত হয়েছে। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন। ৭ম দিনের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্পেন প্রবাসী সাবেক ছাত্রনেতা ইকবাল আহমদ উপজেলা ক্রীড়া সংস্থাকে নগদ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান এবং ঝিঙ্গাবাড়ী ফুটবল দলের খেলোয়াড় শাহীন আহমদকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন। তিনি এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় প্রবাসীদের পক্ষ থেকে ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে কানাইঘাটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ ধরনের টুর্নামেন্টে প্রবাসীরা তাদের সহযোগিতার হাত প্রসারিত করবে। আন্তঃইউনিয়ন ফুটবল লীগের আজ সোমবারের খেলায় ৯নং রাজাগঞ্জ ইউপি ফুটবল দল ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি ফুটবল দলের মোকাবেলা করবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়