কানাইঘাট নিউজ ডেস্ক:
নানা প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়া নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আইভী ও প্রধানমন্ত্রী দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। শপথবাক্য পাঠ শেষে প্রধানমন্ত্রী তার প্রিয় আইভীকে কাছে টেনে নেন। এসময় আইভীর মাথায় হাত বুলিয়ে প্রধানমন্ত্রী তাকে দোয়া করেন। তখন আইভীও প্রধানমন্ত্রীর হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও, প্রধানমন্ত্রীর হাতে হাত রেখে আইভী তার সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। শপথগ্রহণ অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়র ও কাউন্সিলররা ছবি তোলায় অংশ নেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নির্বাচিত সব কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান। এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকের পরিচালনায় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিসভার সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, নির্বাচনে জয়ের পরের দিনই গণভবনে হাজির হয়ে নীচ তলায় অপেক্ষা করছিলেন আইভী। কিছুক্ষণ বাদেই দোতলা থেকে নেমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখেন আইভীকে। আইভী সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পা ছুঁয়েও সালাম করেন। প্রধানমন্ত্রী তখন তাকে দুহাত দিয়ে কাছে টেনে নিয়ে কপালে চুমু খেয়েছিলেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়