Tuesday, January 3

ক্লাসে ঢুকে শিক্ষককে পেটালেন ইউপি মেম্বার

ক্লাসে ঢুকে শিক্ষককে পেটালেন ইউপি মেম্বার

কানাইঘাট নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের সামনেই ক্লাসে প্রবেশ করে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার পাঁচগাঁও সানরাইজ উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করে পাঠদানরত সহকারী শিক্ষক হাফিজ উদ্দীনকে পিটিয়ে আহত করেন হারুন অর রশীদ নামে এক ইউপি মেম্বার। এই ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্লাশ বর্জণ করেছে।

উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের ৮নং পাঁচগাঁও ওয়ার্ডের মেম্বার হারুন অর রশীদ ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তিনি শিক্ষক হাফিজকে অতর্কিতভাবে মারধর করে জখম করে। এছাড়া সপ্তম শ্রেণী থেকে বেড়িয়ে ষষ্ঠ শ্রেণীর কক্ষে প্রবেশ করে সহকারী শিক্ষক রুহুল আমীনকে মারতে উদ্যত হলে মোশারফ হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা বাধা দেয়। এ সময় সে একটি হাজিরা খাতা ছিঁড়ে বাইরে ফেলে দেয়। এ সময় ছাত্র ছাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে যায়।

এদিকে আহত শিক্ষক হাফিজ উদ্দীন জানান কোন কিছু বোঝার আগেই তিনি এ হামলার শিকার হন।

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ আব্দুল মতিন জানান, হারুন মেম্বার বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর ভর্তি, পরীক্ষার ফিয়ের টাকা থেকে চাঁদা দাবী করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে শিক্ষককে মারধর করেছে। এর আগেও সে প্রধান শিক্ষককে দা নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল।

এ ব্যাপারে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মেহের উল্লাহ ফকির বাবুল, সাইদুল ইসলাম ও জয়নাল আবেদীন ফকির বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও শিক্ষার জন্য হুমকি। ছাত্র ছাত্রীরা বিচার  না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় এলাকার ছাত্র অভিভাবকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার পর থেকে ওই মেম্বার তার মোবাইল ফোনটি বন্ধ করে গা ঢাকা দিয়েছে।

এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, আমি এলাকায় নেই, তবে ঘটনাটি শুনেছি। অপরাধী যেই হোক না কেন তার বিচার হবেই।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার বলেন, বিষয়টি দুঃখজনক, দায়ী মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। 
সূত্র:বিডিলাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়