নিজস্ব প্রতিবেদক:
দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও জাঁকজমকপূর্ণ সমাপনী সভার মধ্য দিয়ে আজ বুধবার বিকেলে কানাইঘাটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উদ্যোগে ২২টি স্টল স্থান পায়। এসব স্টল থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার প্রসার ও সেবা দান করা হয়।
কানাইঘাটে তিন দিনব্যাপী অনুষ্ঠিত উন্নয়ন মেলাটি উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করে স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই চলে তিন দিন। মেলা প্রাঙ্গণে আগমন করেন বিভিন্ন শ্রেণি পেশার দর্শক ও স্রোতা । বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের পদচারণায় মেলাটি মুখরিত হয়ে ওঠে। মেলা প্রাঙ্গণ শেষ দিনেও আশাতীত দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে জমে ওঠে।
মেলার শেষ দিনে মেলার স্টেজে বক্তারা দারিদ্র বিমোচনে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য এবং সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধূরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য,পৌর আ'লীগের আহবায়ক জামাল উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী,দক্ষিণ বাণীগ্রাম ইউ'পি চেয়ারম্যান মাসুদ আহমদ,কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নূর,কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ,সাংবাদিক অামিনুল ইসলাম,সুজন চন্দ প্রমূখ। কোন স্টল কি পরিমাণ সেবা দিতে পেরেছে এর উপর পর্যবেক্ষণপূর্বক তাদেরকে স্কোরিং করে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার পেয়েছে, উপজেলা সমবায় বিভাগ, ২য় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, ৩য় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।
এর আগের দিনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল দেওয়ান কালা মিয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে স্বরচিত একটি গান পরিবেশন করেন। এ ছাড়াও মেলার ফাকে ফাকে কণ্ঠশিল্পী তাজুল ইসলাম,ইসমাইল আলী গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়