Tuesday, January 10

মেয়ে জামাইকে উপদেষ্টা করছেন ট্রাম্প

মেয়ে জামাইকে উপদেষ্টা করছেন ট্রাম্প
কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইটহাউসে তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মেয়ে জামাই জ্যারেড কুশনারকে নিয়োগের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী কুশনার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি-নির্ধারণী পর্যায়ে ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন।

নিয়োগের ঘোষণা দিয়ে জামাতার ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি কুশনারকে 'চমৎকার সম্পদ' আখ্যায়িত করে প্রশাসনের শীর্ষ নেতৃত্বে আনতে পেরে গর্বিত বলেও জানান। খবর বিবিসির।

তবে কুশনারের নিয়োগ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। রিপাবলিকান শিবির থেকেই এ নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

তাদের দাবি, আইন অনুসারে প্রেসিডেন্টের নিকট আত্মীয়ের কেউ হোয়াইটহাউসে নিয়োগ পেতে পারেন না।

এই নিয়োগ ফেডারেল এথিকস আইনের সঙ্গেও সাংঘর্ষিক। কারণ ওই আইন অনুসারে, কোনো ব্যবসা থেকে লভ্যাংশ ভোগকারী ব্যক্তি হোয়াইটহাউসে নিয়োগ পাবেন না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়