Thursday, January 26

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর উপর নির্যাতন ॥ দুই জন আটক


নিজস্ব প্রতিবেদক: জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মোলাগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র ছানাউল্লাহ আল আবিদ ছাফি (৯) কে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন কর্তৃক রক্তাক্ত জখম ও হত্যার চেষ্টার অভিযোগে কানাইঘাট থানা পুলিশ গঠনার সাথে জড়িত থাকার দায়ে এক মহিলাসহ দুজনকে আটক করেছে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর মামা স্থানীয় কান্দলা গ্রামের আব্দুর রহমানের পুত্র লুতফুর রহমান বৃহস্পতিবার বাদী হয়ে কানইাঘাট থানায় মামলা করেছেন। অভিযোগে জানা যায় লুতফুর রহমানের বাড়িতে থেকে ভাগ্না ছানা উল্লাহ লেখাপড়া করতো। লুতফুর রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিলো একই গ্রামের প্রতিবেশী আব্দুল মতিন আজির উদ্দিন গংদের। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে শিশুর উপর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত বুধবার শিশু শিক্ষার্থী ছানাউল্লাহ স্কুল থেকে তার নানার বাড়ি ফেরার পথে আব্দুল মতি গংরা তাদের বাড়িতে ধরে নিয়ে ছানাউল্লাহকে শ্বাসসরুদ্ধ করে হত্যার চেষ্টা এবং লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করলে তার আর্তচিৎকারে নানার বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এ ঘটনায় পুলিশ আব্দুল মতিন ও ফেরদৌস বেগম নামে এক মহিলাকে বৃহস্পতিবার আটক করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়