Friday, January 13

সুনামগঞ্জ সীমান্ত ! চোরাই পথে আসছে চুনাপাথর


সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ট্যাকেরঘাট বড়ুংগাছড়া সীমান্ত দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে চুনাপাথর বাংলাদেশে নিয়ে আসছে একটি চক্র। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবত লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ চুনাপাথর নিয়েে এদেশে নিয়ে আসছে স্বার্থনেশি একটি চক্র। চক্রটিকে মদদ দিচ্ছে বিজিবি, সাংবাদিক সোর্স পরিচয়দারি আক্কলমিয়া, তার সহযোগী সিদ্দিক ওরফে মরা সিদ্দিক। চোরাই পথে ট্যাকেরঘাটের বুড়ুংগাছড়া সীমান্ত দিয়ে নিয়ে আসা অবৈধ চুনাপাথরগুলো ট্রলি গাড়ি করে বিজিবি ক্যাম্পের পিছনের কয়লা রোড দিয়ে বড়ছড়া, ট্যাকেরঘাট নৌকাঘাটে নিয়ে যায় এবং সেখান থেকে চুনাপাথর বিক্রয় করা হয় যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় নৌকাযোগে পাচার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাথর শ্রমিক জানায়, আমাদেরকে ভারত থেকে চুরি করে চুনাপাথর আনার জন্যে প্রত্যেককে বিভিন্ন হারে অগ্রিম টাকা দেয়া হয়েছে। এই টাকা আমাদেরকে চুনাপাথর দিয়ে পরিশোধ করতে হবে। আরও জানা যায়, উক্ত সীমান্তটি দিয়ে চুনাপাথর পাচারের সাথে সাথে চলছে মরণ নেশা পাচারের অরেক জমকালো বাজার। এই সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য চুনাপাথরের সাথে পাচার করা হয়। বিশেষ সূত্রে জানা গেছে, রাজস্ব ফাঁকি দিয়ে নামানো প্রতি গাড়ি চুনাপাথর থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করছে পুলিশ বিজিবির সোর্স পরিচয়ধারী অাক্কল মিয়া, তার সহযোগী মরা সিদ্দিক। সরজমিনে গিয়ে দেখা যায়, ট্যাকেরঘাট বিজিবি ক্যাম্পে থেকে ১০-১৫ মিনিট হেটে পূর্ব দিকে গেলে মহিলা মেম্বার ছকিনা বেগমের বাড়ির পেছন দিয়ে ভারত থেকে আনা অবৈধ চুনাপাথর বড়ছড়া জয়বাংলা বাজার হয়ে প্রায় ২০টি ট্রলিগাড়ি দিয়ে ট্যাকেরঘাট, বড়ছড়া নৌকাঘাটে নিয়ে বিক্রয় হয়। এ ব্যাপারে আক্কল মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়ে কোন উওর না দিয়ে লাইন কেটে দেয়। পরে তার সহোদর সিদ্দিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সে জানায়, এই সব আক্কল মিয়া জানে আমি অসুস্থ। আর কোন জবাব না দিয়ে রহস্যজনক কারনে ফোন কেটে দেয়। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তিধর জানায়, সীমান্তে আমাদের ফাংশন না এটা বিজিবি বা বিএসএফের বিষয়। সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন লে.কর্ণেল নাসির উদ্দিন আহমেদ’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ছুটিতে আছি জেসিওর সাথে যোগাযোগ করুন।’ সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুব আলম জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়