নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা হচ্ছে দেশ ও জাতির সম্পদ। শিক্ষার উন্নয়ন ঘটলে একটি এলাকার পরিবর্তন, আর্থ সামাজিক উন্নয়ন সাধন করা সম্ভব। এজন্য শিক্ষার্থীদের আগামী দিনের আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজ হৈতশী ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। সেই সাথে তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া এবং পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য মানসিক ভাবে তৈরি হতে হবে। আশিক চৌধুরী গতকাল সোমবার সকাল ১১টায় কানাইঘাট বড়চতুল হাই স্কুলের ২০১৭ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ এবং বিধায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও স্কুলের প্রতিষ্ঠাতা আলমাছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রেজাউল করিম রাজুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য হাজী আলমাছ উদ্দিন, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান হামিদুল হক, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বড়চতুল ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার ওলিউর রহমান, সদস্য কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য আফতাব উদ্দিন, সদস্য ওলিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ, সহকারী শিক্ষক রশিদ আহমদ, হুমায়ুন কবির চৌধুরী রাসেল, শিক্ষার্থীদের মধ্যে কুহিনুর চৌধুরী তান্নি, আলমগীর হোসাইন, লায়েক আহমদ প্রমুখ। বড়চতুল স্কুলের নানা সমস্যার কথা ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক মন্ডলী তুলে ধরলে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ স্কুলের উন্নয়নে সরকারী ভাবে আর্থিক ভাবে অনুদানের আশ্বাস প্রদান করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়