Tuesday, January 24

কানাইঘাট থানা পরিদর্শন করলেন সিলেট উত্তরের নবাগত এএসপি আমিন সরকার


নিজস্ব প্রতিবেদক: ৫দিন ব্যাপী পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে কানাইঘাট থানা পরিদর্শন করে পুলিশের সেবার পরিধি দেখেছেন সিলেট উত্তর সার্কেলের নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সরকার। মঙ্গলবার পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বিকেল ২টায় তিনি থানা পরিদর্শন করে পুলিশের সেবার পরিধি ঘোরে দেখেন। এছাড়া তিনি থানার পুলিশ অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ পুলিশের সাব ইন্সপেক্টর ও উপ-পুলিশ পরিদর্শক মর্যাদার অফিসারগণ। থানা পরিদর্শনকালে নবাগত সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার স্থানীয় সাংবাদিকদের জানান, জনগণের আস্থা অর্জন এবং পুলিশের সেবা তাৎক্ষণিক থানায় আগত ভুক্তভোগীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের সেবার পরিধি আরো বাড়ানো হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুলিশ আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি কানাইঘাট থানার সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ অফিসাদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়