Tuesday, January 10

ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার রানিয়েরির হাতে

ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার রানিয়েরির হাতে

কানাইঘাট নিউজ ডেস্ক: ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন ক্লাদিও রানিয়েরি। রিয়াল কোচ জিদান ও পর্তুগালের ইউরো জয়ী কোচ ফার্নান্দো সান্তোসকে হারিয়ে  ক্লাদিও রানিয়েরির হাতেই উঠে ফিফা বর্ষসেরা কোচের এই পুরস্কার। গত বছর লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন করানোর মূল কারিগর ছিলেন তিনি।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সুইজারল্যান্ডের জুরিখে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হিসেবে রানিয়েরির নাম ঘোষণা করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা। পরে আর্জেন্টিনার কিংবদন্তী এই খেলোয়াড়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন রানিয়েরি।

গত মৌসুমের শুরুতে কেউ ভাবেনি যে চ্যাম্পিয়ন হয়ে মিশন শেষ করবে লিস্টার। দুর্দান্ত কোচিংয়ের মাধ্যমে ইতালিয়ান এই কোচ শিরোপা জিতিয়েছেন তাদের। ২০১৪-১৫ মৌসুমে লেস্টার রানিয়েরির অধীনে গত মৌসুমের শুরু থেকেই একের পর এক চমক দেখাতে শুরু করে। পুরো মৌসুমে  মাত্র তিনটি ম্যাচে হারা দলটি প্রথমবারের মতো ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়