Monday, January 9

কানাইঘাটে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক:
 ‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’ এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলা পরিষদের উদ্যোগে প্রশাসন চত্ত্বরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।  সোমবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার উদ্বোধন  করেন। উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল প্রমুখ। উন্নয়ন মেলায় মোট ২২টি স্টল অংশগ্রহণ করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়