Tuesday, January 3

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান হচ্ছেন সৌরভ!

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান হচ্ছেন সৌরভ!

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে সরে যেতে হয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি অনুরাগ ঠাকুরকে। সরে যেতে হয়েছে বোর্ড সভাপতি অজয় শিরকেও। এখন নতুন সভাপতি খোঁজা হচ্ছে। কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, সেটা নিয়ে এখন জোর গুঞ্জন চলছে দেশটির ক্রিকেটমহলে।

সম্ভাব্য তালিকায় সবার ওপরে নামটি ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। পরবর্তী বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভই নাকি সবচেয়ে বেশি ফেবারিট। ভারতের অধিকাংশ সংবাদমাধ্যমে পরবর্তী সভাপতি হিসেবে সৌরভের নামটি নিয়েই আলোচনা হচ্ছে বেশি।

সাবেক ভারতীয় ক্রিকেট তারকা সুনীল গাভাস্কারও মনে করেন সৌরভই পরবর্তী বিসিসিআই সভাপতি হওয়ার যোগ্য। তিনি বলেন, 'সভাপতি পদে একটি নামই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর সে নামটি হল সৌরভ গাঙ্গুলী।'

এক সময় ভারতের ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কলকাতার 'রাজপুত্র' খ্যাত সৌরভ গাঙ্গুলি। এ দিন সেটিই আরেকবার মনে করিয়ে দিয়ে গাভাস্কার বলেন, ১৯৯৯-২০০০ সালের দিকে যখন ভারতের ক্রিকেট ফিক্সিং কাণ্ডে ধুঁকছিল তখনই সৌরভের নেতৃত্বেই তা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল।

পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। তারা হলেন দেশের সাবেক সলিটরি জেনারেল ফালি নরিম্যন ও সিনিয়র আইনজীবী গোপাল সুব্রহ্মনিয়ম। নিজেকে বাঁচাতে এদিন সম্প্রতি বিরাটদের সাফল্য তুলে ধরেন অনুরাগ। কিন্তু তাতে কর্ণপাত করেননি প্রধান বিচারপতি টিএস ঠাকুরের বেঞ্চ।
সূত্র : জি নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়