Saturday, January 7

শিশুর মাথা ঠোকার অভ্যাসের করণীয়

শিশুর মাথা ঠোকার অভ্যাসের করণীয়

কানাইঘাট নিউজ ডেস্ক: বড় হবার সাথে সাথে শিশুদের মাঝে যেসব মানসিক সমস্যাগুলো দেখা যায় সেগুলির মধ্যে মাথা ঠোকা অন্যতম। সাধারণত ১৮ থেকে ২৪ মাসের মধ্যে এই সমস্যা দেখা যায়।

যেসব কারণে শিশুদের মাথা ঠোকার অভ্যাস হতে পারে সেগুলো হলো:
# মাথা ব্যাথা কিংবা অন্য কোন ব্যাথার কারণে এমন হতে পারে।
# অনেক সময় মানসিক হতাশা, কোন কিছু না পাওয়া ইত্যাদি থেকে এই সমস্যা হয়।
# নিজের শারীরিক ও মানসিক থেকে এই অভ্যাস হতে পারে।
# শিশু যদি মনে করে সে তার পরিবার বা আপনজনদের কাছে যথেষ্ঠ গুরুত্ব পাচ্ছে না তবে সে এমন করতে পারে।

এই অভ্যাসগুলো এড়ানোর জন্য শিশুদের যেভাবে সাহায্য করা যেতে পারে:
# শিশুর মতামত, ইচ্ছা গুলোকে গুরুত্ব দিতে হবে।
# শিশুকে যতটা সম্ভব সান্তনা দিন। সে যাতে কখনো হতাশ না হয়ে পড়ে।
# অনেক সময় অটিজমে আক্রান্ত শিশুরা এইরকম করতে পারে। আপনার সন্তান অটিজমে আক্রান্ত কিনা তা জানতে চেষ্ঠা করুন।
# শিশুর মানসিক সমস্যা বেশি মনে হলে অবশ্যই মনোচিকিৎসকের পরামর্শ নিন।
# শিশুর সাথে বেশি বেশি করে সময় কাটান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়