Monday, January 2

কানাইঘাটে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজসেবা দিবস ১৭ উদযাপন উপলক্ষে কানাইঘাটে সোমবার সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিট কর্মকর্তা শহিদুল হক, ব্যাটেনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, ম্যালেরিয়া প্রজেক্ট ম্যানেজার (সীমান্তিক) বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ, অন্যান্যদের মধ্যে আলীম উদ্দিন সোহাদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়