Tuesday, January 10

জোবায়দা রহমানের আবেদনের রায় যেকোনও দিন

জোবায়দা রহমানের আবেদনের রায় যেকোনও দিন

কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল আরজুমান্দ বানুর বিরুদ্ধে দুদকের করা সম্পদের তথ্য গোপনের মামলা বাতিল চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের করা রিটের শুনানি শেষ হয়েছে।

এ বিষয়ে যেকোনও দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।

আজ মঙ্গলবার আদালতে জোবায়দার পক্ষে শুনানি শেষে এ তথ্য জানান দুদকের পক্ষের আইনজীবী খুরশিদ আলম খান।

২০১৫ সালের ২ নভেম্বর ডা. জোবায়দা রহমানের দায়ের করা আবেদনের ওপর দেওয়া রুল শুনানিতে বিব্রতবোধ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এরপর প্রধান বিচারপতি জোবায়দা রহমানের আবেদনটি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেন।

তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল আরজুমান্দ বানুর বিরুদ্ধে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় দুদক এ মামলা দায়ের করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়