Friday, January 13

বাজারে গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ

বাজারে গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ

কানাইঘাট নিউজ ডেস্ক: গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ এস৭ এজ ব্লু কোরাল দেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং। এটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেডের। এছাড়াও ডুয়াল পিক্সেল ক্যামেরা এবং অসংখ্য ফিচার সমৃদ্ধ এ স্মার্টফোনটি। এর পাশাপাশি স্মার্ট সুইচ, ওয়্যারলেস এবং দ্রুততর চার্জিং সুবিধাও রয়েছে ফোনটিতে।

গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন এই সংস্করণের দাম ৭৪,৯০০ টাকা।

এতে স্ট্রিমলাইনড ফ্রন্ট ও ব্যাক কভার, বাড়তি মেমোরি, বাস্তব গেমিং অভিজ্ঞতাও পাবেন গ্রাহকরা। এই কারণেই ফ্লাগশিপ ডিভাইসটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হ্যান্ডসেটগুলোর মধ্যে একটি বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন বলেন, স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ ব্লু কোরাল হ্যান্ডসেটটি প্রসিদ্ধ ও বহুল জনপ্রিয় ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ-এর নতুন সংস্করণ।

এটি অত্যাধুনিক উদ্ভাবনসমূহ নিয়ে আমাদের সম্মানিত গ্রাহকদের চাহিদা পূরণ করবে বলে আশা প্রকাশ করছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়