নিজস্ব প্রতিবেদক:
আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কানাইঘাট উপজেলা ছাত্রলীগ। বুধবার সকালে কেক কাটার পর সাড়ে ১১টায় কানাইঘাট উপজেলা সদরে একটি আনন্দ র্যালি বের করা হয়। বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ গ্রহণে সু-শৃঙ্খল র্যালিটি কানাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ত্রিমোহনী পয়েন্টে এক ছাত্র সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিনের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনের পরিচালনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আ’লীগ নেতা শ্রী রিংকু চক্রবর্তী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য মিলন কান্তি দাস, জমির উদ্দিন কামরান,আহমেদ সুলেমান, আজমল হোসেন,সুকান্ত চক্রবর্তী, মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য মামুন রশিদ রাজু,দেলোয়ার,এমাদ উদ্দিন,কামরুল, জ্যাকসন,হারিছ,সারোয়ার,রেজোয়ান এইচ মিনু,সনজিত,সোহাগ, শাকিল, মাহদি, রুহুল, কামিল
সোহাগ, আশরাফ, সৌরভ, রানা, আলী, তানভীর, কামিল, জনি, মাহফুজ, শাহরিয়া, রুবেল, নাইম, আনোয়ার, প্রমুখ। ছাত্র সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতাত্তোর ও পরবর্তী সকল আন্দোলন সংগ্রাম এবং ছাত্র সমাজের অধিকার আদায়ে ছাত্রলীগের গৌরব গাথা ইতিহাস রয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন ও অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়