Tuesday, January 10

পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় নিহত ২

পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় নিহত ২
কানাইঘাট নিউজ ডেস্ক: পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় একটি ট্রাক একটি রিকশাকে ধাক্কা দিলে দুই আরোহী বাদল হোসেন ও সানোয়ার হোসেন নিহত হন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই রিকশার চালক আলতাফ হোসেন।

সোমবার রাত ১২টার দিকে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় একটি ট্রাক ওই রিকশাকে ধাক্কা দিলে দুই আরোহী বাদল হোসেন ও সানোয়ার হোসেন এবং চালক আলতাফ হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল ও সানোয়ারকে মৃত ঘোষণা করেন।

বাদল ধোলাইখালের একটি লেদ মেশিন ওয়ার্কশপের মালিক, থাকতেন ঢাকার শাহজাহানপুরে। আর সানোয়ার ছিলেন বাদলের দোকানের কর্মচারী; তার বাসা ওয়ারী এলাকায়।

গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ট্রাক ও চালকের সহকারীকে আটক হলেও চালক পালিয়ে গেছে। আহত রিকশাচালক আলতাফকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এসআই সোহেল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়