নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্ত:ইউনিয়ন ফুটবল লীগের ফাইনালে উঠেছে কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে তীব্র প্রতিদন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল খেলায় ট্রাইবেকারে ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন ফুটবল দলকে ৩-৫ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পৌরসভা ফুটবল একাদশ। পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে দিয়ে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র থাকলে ট্রাইবেকারে জয় পরাজয় নির্ধারণ করা হয়। পৌরসভা ফুটবল একাদশের অধিনায়ক গোলকিপার দেলোয়ার হুসেন বাবর প্রতিপক্ষের একটি ট্রাইবেকার শর্ট রুখে দিয়ে খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। মঞ্চে বসে উভয় দলের সেমিফাইনাল খেলা উপভোগ করেন কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, খেলা শৃঙ্খলা কমিটির সভাপতি পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, সদস্য এনামুল হক, সাংবাদিক নিজাম উদ্দিন, জাতীয় দৈনিক ভোরের পাতার সিলেটের ব্যুরো চীফ জয়নাল আবেদীন, টুর্নামেন্টের মিডিয়া পার্টনার কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হাজী সফর আলী মেম্বার, সাবেক কৃতি খেলোয়াড় হাজী আব্দুল মালিক মহাজন, কানাইঘাট থানার সাব ইন্সপেক্টর জুনেদ আহমদ, অজিত তালুকদার, ফারুক আহমদ, আ’লীগ নেতা নজির উদ্দিন প্রধান, ছাত্রনেতা শাহাব উদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল হোসেন, বোরহান মোহরী, পৌর কাউন্সিলর বিলাল আহমদ, তাজ উদ্দিন প্রমূখ। আগামী ২৮ জানুয়ারী শনিবার বিকেল ৩টায় উপজেলা স্টেডিয়ামে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি ফুটবল দল বনাম ৮নং ঝিঙ্গাবাড়ী রাজাগঞ্জ ইউপি ফুটবল দলের অপর সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়