নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট গাছবাড়ী বাজারে দোকান কোটা দখলের চেষ্টার অবসান হয়েছে। মঙ্গলবার কানাইঘাট থানায় অভিযোগের তদন্তকারী কমর্কর্তা এস.আই রবিউল ইসলাম, গাছবাড়ী বাজার কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ১৫ ফেব্রুয়ারীর মধ্যে দোকান কোটাটি খালি করে এর চাবি দোকানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী রহিম উদ্দিনকে হস্তান্তর করার সিন্ধান্ত গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ ও মুরব্বীয়ানরা একটি লিখিত সালিশ নামায় সাক্ষর করেন। এ সমঝোতা বৈঠকে গাছবাড়ী বাজার কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মহাজন, বিশিষ্ট মুরব্বী বাজার কমিটির সাবেক সভাপতি আজিজুর রহমান আজই মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুর রহমান, কানাইঘাট পৌর কাউন্সিলার বিলাল আহমদ সহ কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসজ্ঞত যে, গাছবাড়ী বাজারে ভাই ভাই প্লাজার নিচ তলায় অবস্থিত মার্কেটের মালিক বিশিষ্ট ব্যবসায়ী রহিম উদ্দিন স্থানীয় নারাইনপুর গ্রামের মুহিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিপত্রের মাধ্যমে দোকান কোটা ভাড়া দেন। ভাড়া নিয়ে মুহিবুর রহমান ‘অফ চেইঞ্জ’ নামক একটি কাপড়ের দোকানে ব্যবসা করেন। দোকান কোটাটি চুক্তিপত্রের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৬ইং শেষ হওয়ার আগে ৯ নভেম্বর মুহিবুর রহমান মৃত্যু বরন করেন। কিন্তু দোকান কোটাটির চুক্তি নামা শেষ হওয়ার পর মালিক রহিম উদ্দিন দোকান ঘরের মালামাল সরিয়ে তাকে দোকান ঘরটি বুঝিয়ে দেওয়ার জন্য দোকানের ম্যানেজারকে অবহিত করার পরও সে দোকান কোটাটি মালিক পক্ষকে বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুর করলে দোকান কোটার মালিক রহিম উদ্দিন গত শনিবার থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়