Saturday, January 21

পাকিস্তানে সবজির বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ২০

পাকিস্তানে সবজির বাজারে বোমা বিস্ফোরণ, নিহত ২০

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানে আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত এলাকার একটি সবজির বাজারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। শনিবার উপজাতীয় জেলা কুরামের পারাচিনার শহরে এ ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বোমাটির বিস্ফোরণ ঘটে।

পারাচিনার শীর্ষ সরকারি কর্মকর্তা ইকরামুল্লাহ খান জানিয়েছেন, বোমাটি হাতে তৈরি ছিল। একটি সবজির বাক্সের আড়ালে এটি লুকানো ছিল। বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যরা তাকে জানিয়েছেন, বোমাটি দূরনিয়ন্ত্রিত ছিল।

সরকারি কর্মকর্তা শহিদ খান জানিয়েছেন, বাজারের পাইকারি দোকান থেকে যখন খুচরা ক্রেতারা ফল ও সবজি কিনছিলেন, তখনই বোমাটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে। বিস্ফোরণে ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়