Tuesday, January 10

‘১১ জানুয়ারির পর দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

‘১১ জানুয়ারির পর দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১১ জানুয়ারির পর আওয়ামী লীগে প্যারাসাইট হিসেবে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দলে অনুপ্রবেশ বিচ্ছিন্ন ঘটনা, এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি বলেন, বিএনপি কর্মসূচি নিয়ে ঘরে বসে থাকে। তাদের বড় বড় নেত‍ার‍া মাঠে নামে না। যেমন মঈন খান ঘরে বসে বড় বড় কথা বলেন। তিনি কোনোদিন রাজপথে নেমেছে? বিএনপি এখন নালিশ পার্টিকে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও রাজপথে থাকে। বিরোধী দলে থাকলেও রাজপথে থাকে। আজকের এইদিনে আমাদের অঙ্গীকার সাম্প্রদায়িকমুক্ত বাংলাদেশ গড়া। 
সূত্র:  বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়