কানাইঘাট নিউজ ডেস্ক: গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিসিসি) মার্কেটের ভয়াবহ অাগুন থেকে
বাঁচাতে লাখ লাখ টাকার মালামাল রাস্তায় এনে রেখেছেন ব্যবসায়ীরা।
দীর্ঘ ১০ ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় ডিএনসিসি মার্কেট এবং লাগোয়া গুলশান শপিং সেন্টারের শত শত দোকানের মালামাল রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
আগুনে ইতোমধ্যে ধসে পড়েছে মার্কেটের একাংশ। এছাড়া মার্কেটের কয়েকশ' দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও কতক্ষণে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, তা বলতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।
ফলে আগুন যেকোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কায় গুলশান শপিং সেন্টারের প্রায় সব দোকানের মালামাল রাস্তায় নামিয়ে রাখা হয়েছে। উন্মুক্ত জায়গায় রাখা এসব দামি মালামাল খোয়া যাওয়া নিয়েও চিন্তিত দোকান মালিকরা। তবে পুলিশের সার্বক্ষণিক অবস্থানে কিছুটা স্বস্তিবোধ করছেন তারা।
অগ্নিকাণ্ডের ঘটনায় গুলশান শপিং সেন্টারের বেশিরভাগ মালামালই গুলশান-১ গোলচত্বর ও আশপাশের সড়কে যত্রতত্র রাখা হয়েছে। দামি চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি, ডাইনিং টেবিল, ডিনার অগান, দরজা-জানালার পর্দা, ফোম, ম্যাট্রেসসহ গৃহ সজ্জার সরঞ্জাম রাস্তার মাঝে জড়ো করা হয়েছে।
এছাড়া শিশুখাদ্য, টিস্যু, কসমেটিক্স, ঝারবাতি, এসি, পোশাক, শো-পিস, ফিটিংস, পারফিউম, বিদেশি চকলেট, তেলের কন্টেনার, জার, টেলিভিশন, মোবাইলের কার্টনসহ হাতে বহন করার মতো মূল্যবান মালামাল সড়কের আইল্যান্ডের ওপর অবিন্যাস্ত অবস্থায় রাখা হয়েছে।
দীর্ঘ ১০ ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় ডিএনসিসি মার্কেট এবং লাগোয়া গুলশান শপিং সেন্টারের শত শত দোকানের মালামাল রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
আগুনে ইতোমধ্যে ধসে পড়েছে মার্কেটের একাংশ। এছাড়া মার্কেটের কয়েকশ' দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও কতক্ষণে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, তা বলতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।
ফলে আগুন যেকোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে এ আশঙ্কায় গুলশান শপিং সেন্টারের প্রায় সব দোকানের মালামাল রাস্তায় নামিয়ে রাখা হয়েছে। উন্মুক্ত জায়গায় রাখা এসব দামি মালামাল খোয়া যাওয়া নিয়েও চিন্তিত দোকান মালিকরা। তবে পুলিশের সার্বক্ষণিক অবস্থানে কিছুটা স্বস্তিবোধ করছেন তারা।
অগ্নিকাণ্ডের ঘটনায় গুলশান শপিং সেন্টারের বেশিরভাগ মালামালই গুলশান-১ গোলচত্বর ও আশপাশের সড়কে যত্রতত্র রাখা হয়েছে। দামি চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, সোফা, আলমারি, ডাইনিং টেবিল, ডিনার অগান, দরজা-জানালার পর্দা, ফোম, ম্যাট্রেসসহ গৃহ সজ্জার সরঞ্জাম রাস্তার মাঝে জড়ো করা হয়েছে।
এছাড়া শিশুখাদ্য, টিস্যু, কসমেটিক্স, ঝারবাতি, এসি, পোশাক, শো-পিস, ফিটিংস, পারফিউম, বিদেশি চকলেট, তেলের কন্টেনার, জার, টেলিভিশন, মোবাইলের কার্টনসহ হাতে বহন করার মতো মূল্যবান মালামাল সড়কের আইল্যান্ডের ওপর অবিন্যাস্ত অবস্থায় রাখা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়