Sunday, January 8

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০

বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০

কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে একটি মার্কে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

বিবিসি অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদমান জানিয়েছেন, একজন নিরাপত্তাকর্মী সন্দেহজনক একটি গাড়ি লক্ষ্য করে গুলি করেন এবং এরপর চালক গাড়িটির বিস্ফোরণ ঘটায়।

হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইরাকে হামলার দায় স্বীকার করে আসছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইরাকের উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে জঙ্গিদের বেশ কিছু শক্তিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সেসব স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়