Friday, January 13

ট্রেন আর মিস করবেন না খালেদা জিয়াকে স্বাস্থ্যমন্ত্রী

ট্রেন আর মিস করবেন না খালেদা জিয়াকে স্বাস্থ্যমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: খালেদা জিয়া নির্বাচনে না এসে ট্রেন মিস করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ।

তিনি বলেন, আমরা তাঁকে বলবো ট্রেন আর মিস করবেন না। খেলা হবে নির্বাচনের মাঠে রেফারী থাকবে নির্বাচন কমিশন। আওয়ামীলীগসহ ১৪ দল মাঠে থাকবে কে জিতবে কে হারবে দেখা যাবে। জনগন ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করবে।

আজ শুক্রবার বরিশালের বাবুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপেক্স ৩১ থেকে ৫০ শষ্যায় উন্নীতকরণ ও ১০ শষ্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন মন্তব্য করেন।

নাসিম বলেন, এই সরকারের আমলে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। নার্সদের মর্যাদা দেয়া হয়েছে। রেকর্ড সংখ্যক ১০ হাজার নার্স সম্প্রতি নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ৬ হাজার চিকিৎসক একসাথে নিয়োগ দেয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখবে।

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম.এ মাহি, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মোঃ মারুফ হাসান, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফিউদ্দিন প্রমুখ।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়